সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব- Importance of Extracurricular Activities in Resume for Freshers

 

Learn with Mithun Kumar-Importance of Extracurricular Activities at University, How to develop a best career
Photo Curtesy: Space and Environment Research Center (SERC), Bangladesh

There are a lots of importance of extracurricular activities at university. Extracurricular activities can help to build strong capacity in leadership, management, administration, communication and other necessary skills that accelerate the development of future career. 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৯ জন পিএইচডি শিক্ষার্থীর (কারো কারো হার্ভার্ড থেকে পিএইচডি শেষ চাকরির জন্য আবেদন করছে ) সিভি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষন করলাম । আশ্চর্য্যজনক হলেও সত্য যে প্রত্যেকের সিভিতে তাদের সহশিক্ষা কার্যক্রমের নেতৃত্ব ও দলীয় কর্মকান্ডের অভিজ্ঞতা গুরুত্বপুর্নভাবে তুলে ধরেছে  তাদের মধ্যে ৬ জন একেবারে প্রথমের দিকে শিক্ষা ও গবেষণা অভিজ্ঞতার পরপরই (কেউ কেউ গবেষণা অভিজ্ঞতার আগেই) তাদের সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা বর্ননা করেছে । তাদের মধ্যে একজন প্রাইভেট টিউটর হিসেবে বোস্টন এলাকাতে ৫ জন শিক্ষার্থীকে গনিত আর বিজ্ঞান প্রাইভেট পড়ায় সেটাও উল্লেখ করেছে ! সহশিক্ষা কার্যক্রমের নেতৃত্ব ও দলীয় কর্মকান্ডের অভিজ্ঞতা যে কতটা গুরুত্বপুর্ন সেটা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের বেশীরভাগ শিক্ষার্থীরা খুব একটা বুঝেনা বলেই মনে হয় । এর বিভিন্ন কারণ থাকতে পারে । শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমনেতৃত্ব ও দলীয় কর্মকান্ড থেকে দূরে রাখতে একজন শিক্ষার্থীর আগ্রহ ও মানসিকতানেতৃত্ব গুনাবলীর অভাবতার জানার পরিধিভবিষ্যৎ চিন্তাভাবনাবিশ্ববিদ্যালয়য়ের পরিবেশদেশের বিভিন্ন সিস্টেম প্রভৃতি প্রভাবক থাকতে পারে । তবে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী তাদের জন্য সহশিক্ষা কার্যক্রমনেতৃত্ব ও দলীয় কর্মকান্ড খুবই গুরুত্বপুর্ন বিষয় । যা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন বুঝা যায়না কিন্তু বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে এর গুরুত্ব সবাই বুঝতে পারে । কারণ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাবার পর এইসব অভিজ্ঞতা সম্পদে পরিনত হয় কিন্তু তখন চাইলেও আর এগুলো পাওয়ার উপায় থাকেনা। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী অবস্থায় এইসব সুযোগগুলো খোঁজ করা উচিত এবং যোগ দেওয়া উচিত।


আরো পড়ুনঃ হয়ে যাও একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার-Scope for Machine Learning Engineer

0 মন্তব্যসমূহ